নরসিংদীর কারারচরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
নরসিংদীর কারারচরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে সিলেট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখামুখী সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী নিয়ে সিলেটে পিকনিক শেষে ঢাকায় ফিরার পথে কারারচরে শুক্রবার দিবাগত রাত ৩টায় বাসটির সাথে সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হসপিটালে নেওয়া হলে আরো এক জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় বাসটি খাদে পড়ে যায় ও মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হল-মিলিনিয়াম ইউনিভার্সিটির এমবিএর ছাত্রী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫) ও আকিব (২৭)। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।