পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত- ভারতকে ইমরান খানের হুশিয়ারী
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, যদি আজাদ কাশ্মীরে হামলা করা হয় তাহলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বুধবার আজাদ কাশ্মীরের আইন সভায় ভারতকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। ইমরান খান বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে ভারত আজাদ কাশ্মীরে হামলা করতে পারে। জম্মু কাশ্মীরের দৃষ্টি অন্যদিকে সরাতে ভারত এই প্রস্তুতি নিচ্ছে। আমাদের সেনাবাহিনীর সাথে এর জবাব দেওয়ার জন্য জনগনও প্রস্তুত আছে। ইমরান খান স্মরন করিয়ে দেন, মুসলমানরা যখন যুদ্ধ করে তখন সারা জাতিই যুদ্ধ করে।
সম্প্রতি জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা রহিত করে কেন্দ্রের শাসন জারি করে ভারত। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে ভেঙ্গে ভারত দুটি আলাদা রাজ্য গঠন করে। এবং দুটি রাজ্যেই কেন্দ্রের শাসন জারি করে। সহিংসতা এড়ানোর জন্য সেখানে ব্যপক সৈন্য মোতায়েন করে ও কার্ফিও জারি করে সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ রাখে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে বেশ কয়েকদিন কাশ্মীরে কি হচ্ছিল তা জানা যাচ্ছিল না। এদিকে জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা রহিত করার কারনে জাতিসংঘ মহাসচিব উদ্ভেগ জানিয়েছেন।