ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মশার ঔষদের নমুনা ঢাকায় পৌছেছে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মশার ঔষদের নমুনা আজ ঢাকায় এসে পৌছেছে। আরব আমিরাতের একটি বিমানে করে এই নমুনা ভারত থেকে আজই দুপুরে এসেছে। এই ঔষদের পরীক্ষা শেষে তা আইইডিসিআর এবং কীট তত্ত্ব বিভাগে পাঠানো হবে মঙ্গলবার। বাকি পরীক্ষা নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র পেলে শীঘ্রই জরুরী ভিত্তিতে এই ঔষদ আমদানী করা হবে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।