শেষ পর্যন্ত এরশাদের দাফন রংপুরেই
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
রংপুরেই হচ্ছে এরশাদের কবর। জাতীয় পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্তেই হোসাইন মোহাম্মদ এরশাদকে রংপুরেই সমাধিস্থ করা হচ্ছে। বেগম রওশন এরশাদও তাতে সম্মতি দিয়েছেন। রংপুরবাসীদের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে রংপুরে চতুর্থ নামাজে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে কবর দেবার কথা ছিল।
মঙ্গলবার দুপুরে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজা শেষে এরশাদের কফিন ঢাকায় ফিরিয়ে না এনে নিয়ে যাওয়া হচ্ছে এরশাদের বাড়ি পল্লীনিবাসে। সেখানে লিচু বাগানে বাবার কবরের পাশেই চিরসাহিত হবেন সাবেক সেনা শাসক ও রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদের কবরের পাশে নিজের জন্য কবরের জাইগা রাখার জন্য সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন বেগম রওশন এরশাদ।