রিফাত হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজন আসামী নয়ন বন্ড বন্দুকযুদ্ধে মারা গেছেন

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

বরগুনায় দিবালোকে রিফাত হত্যাকান্ডের প্রধান আসামী নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টায় সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের পূর্ব বুড়ির চর গ্রামের পায়রা নদীর তীরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সে মারা যায়। বরগুনা পুলিশের একটি দল নয়নসহ সহযোগীদের ধরতে উক্ত স্থানে অভিযান চালায়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন ও তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে নয়নের সহযোগীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ নয়নের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পিস্টল ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।নয়ন বন্ড বরগুনা পৌর শহরের বিকেবি রোডের ধানসিঁড়ি এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তার আসল নাম সাব্বির আহম্মেদ (২৫)। নয়ন নিজেই একপর্যায়ে নয়ন বন্ড নাম ধারন করে এলাকায় পরিচিতি পান। তার বিরুদ্ধে মাদক বেচাকেনা, চুরি, ছিনতাই, হামলা, সন্ত্রাস সৃষ্টিসহ নানা অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে বরগুনা থানা সূত্রে জানা গেছে। নয়ন বন্ড তার নামের সাথে মিল রেখে জেমস বন্ডের ০০৭ কোড ব্যবহার করে একটি ফেইসবুক গ্রুপও খুলেছিলেন। নয়ন বরগুনা পৌর শহরের বিভিন্ন মহল্লায় চাদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে স্থানীয় সূত্র থেকে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *