অবশেষে আগুনে পুড়িয়ে দেওয়া নরসিংদীর ফুলনরানী বর্মণ মারা গেছেন

বিডি খবর ৩৬৫ ডটকম

অবশেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন নরসিংদীর বীরপুরের কলেজ ছাত্রী ফুলনরানী বর্মণ। নরসিংদী পৌর এলাকার বীরপুরের যুগেন্দ্র বর্মণের মেয়ে ফুলন গত বছর এইচএসসি পাস করেন। আর্থিক অস্বচ্ছলতার কারনে তার ডিগ্রীতে ভর্তি হওয়া হয়নি।

গত ১৩ই জুন রাতে ফুলন তার এক নিকট আত্নীয়ের সাথে পাশ্ববর্তী একটি দোকানে কেক আনতে যান। কেক নিয়ে একাই বাড়িতে ফিরছিলেন ফুলন। বাড়ির কাছাকাছি স্থানে আসলে কয়েকজন তাকে মুখ চেপে ধরে নিকটেই একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া দেয়। তার চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে আগুন নিভিয়ে ফেলে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবশেষে বুধবার ভোরে এখানেই তার জীবনাবসান হয়। তার মৃত্যুতে নরসিংদী সদরে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় ফুলনের বাবা যোগেন্দ্র বর্মণ নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ ফুলনের ফুফাতো ভাই ভবতোষ এবং তার বন্ধু সঞ্জীব, রাজু সূত্রধর ও আনন্দ বর্মণকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজু নরসিংদীর বিচারিক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জমিজমা নিয়ে পূর্ব সূত্রতার জেরে এই ঘটনাটি ঘটেছে বলে নিহত ফুলনরানী বর্মনের বাবা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *