যে কারনে টাইগাররা নিউজিল্যান্ডের কাছে হেরে গেল

বিডি খবর ৩৬৫ ডটকম

লড়াই করে নিউজিল্যান্ডের সাথে ২ উইকেটে হেরেছে টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান করে। জবাবে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৪৭ রান করে ১৭ বল বাকি থাকতেই ২ উইকেটে জয় পায়। এই জয়-পরাজয় নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্য চলছে নানা রকম আলোচনা-সমালোচনা।

স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। দ্রুত রান নিতে যেয়ে হঠাৎ মুশফিকুর রহিম রান আউট হলে দলে বিপর্যয় নেমে আসে। তবে অপর প্রান্ত থেকে সাকিব সারা না দিলে মুশফিককে উইকেটের মাঝ থেকে ফিরে আসতে যেয়ে রান আউট হতে হয়। ভালভাবেই চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এই রান আউট নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্য চলছে চুলছেড়া বিশ্লেষণ। এর পর সাকিবও ৬৮ বলে ৬৪ রান করে দলীয় ১৫১ রানের মাথায় উইকেট কিপারের কাছে সহজ ক্যাচ দিয়ে আউট হন। এর পর মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত দলকে এগিয়ে নিতে যথাযথ ভুমিকা রাখতে পারেননি। ৪১ বলে ১৯ রান করে আউট হন মাহমুদুল্লাহ আর ২২ বলে ১১ রানে আউট হন সৈকত। আর এই সময়টাতেই আরো অধিক রান হতে পারত। এর পরে মোহাম্মদ সাইফুদ্দিনের ২৩ বলে ২৯ রানের সুবাদে টাইগাররা সব উইকেট হারিয়ে ২৪৪ রান করে। নিউজিল্যান্ডকে দেওয়া ২৪৫ রানের টার্গেটটা যদি ২৬০ হত তাহলে ফলাফল অন্য রকম হতে পারতো।

অপরদিকে বাংলাদেশী বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছিল। সুযোগ পেয়েও  উইলিয়ামসনকে রান আউটটা করতে পারলো না মুশফিকুর রহিম। আর এর মধ্যদিয়ে মুলত টাইগারদের পরাজয়ের ভিত রচনা হয়। এই আউটটা করতে পারলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারতো। এছাড়াও আরো দুটি রান আউটের সুযোগও অল্পের জন্য নষ্ট হয়। সব মিলিয়ে টস থেকে নিয়ে সব কিছুই টাইগারদের বিপক্ষে ছিল। তথাপি বাংলাদেশ লড়াই করে হেরেছে অন্যতম ফেভারিট দল নিউজিল্যান্ডের কাছে। সেই সাথে টাইগাররা বিশ্ব ক্রিকেটে নিজেদের জাত চিনিয়ে দিয়েছে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশকে আর কেউ সহজ প্রতিপক্ষ হিসাবে আত্নতুষ্টিতে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *