অবশেষে বুধবারই ঈদুল ফিতর পালিত হচ্ছে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

অবশেষে বুধবারই সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে। মঙ্গলবার রাত সোয়া এগাড়টায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সরকারের পক্ষ থেকে এই ঘোষনা দেন। এর আগে রাত ৯টায় দেশের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বলে মন্ত্রী জানিয়ে ছিলেন।

চাঁদ দেখা কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বুধবারই ঈদুল ফিতর পালিত হবে। এর আগে কুড়িগ্রাম ও লালমনিরহাটের ধর্মপ্রান শতাধিক ব্যক্তি চাঁদ দেখার খবর জানান। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদ্বয় এই তথ্য নিশ্চিত করেন। তারপরই ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লার নেতৃত্বে চাঁদ দেখা কমিটির এক বৈঠকে বুধবার ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত আসে।এর সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানের ১১৬টি গ্রামে মঙ্গলবারই ঈদুল ফিতর পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *