ভুয়া খবর প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে ফেইসবুক
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশ সরকারের অনুরোধে সারা দিয়ে সন্ধেহজনক কিংবা গুজব ছড়ানো আইডি সমূহকে চিহ্নিত করে সরকারকে তথ্য দিতে শুরু করেছে। আইনগত কারনে সরকার কতিপয় ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছিল। সরকারের অনুরোধে সারা দিয়ে ফেসবুক সরকারকে কিছু ব্যবহারকারির তথ্য ইতিমধ্য সরবরাহ করেছে।
ফেসবুকে প্রতিনিয়ত কিছু আইডি থেকে সরকার কিংবা কোন ব্যক্তি বা গোষ্টীর বিরুদ্ধে ভুয়া সংবাদ পরিবেশন করা হয়। তাতে করে দেশ, সরকার কিংবা ব্যক্তি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এইসব ভুয়া পরিবেশনা ও সংশ্লিষ্ট আইডিগুলির বিরুদ্ধে ফেসবুক ইতিমধ্য ব্যবস্থা নিতে শুরু করেছে। ভুয়া পরিবেশনা ঠেকাতে বেসবুক কিছু বিশেষজ্ঞ ব্যক্তিকে নিয়োগ করেছে। পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে বলেও ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর ফলে ভুয়া খবরের কারনে সমাজে তৈরী বিশৃংঙ্খলা কিছুটা কমবে বলে ধারনা করা হচ্ছে।