২য় মেঘনা ও ২য় গোমতী সেতুর উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বহুল প্রতীক্ষিত ২য় মেঘনা ও ২য় গোমতী সেতুর শুভ উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। গন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার সকাল ১১টায় সেতু দুটির উদ্ভোধন ঘোষনা করেন তিনি। আর এর ফলে রাজধানী ঢাকা থেকে বানিজ্যিক নগরী চট্রগ্রামে আসা যাওয়ার ক্ষেত্রে এক নব দিগন্ত উম্মোচিত হল। ২য় মেঘনা ব্রিজটির দৈর্ঘ ৯০০ মিটার ও প্রস্ত ১০ মিটার। অপরদিকে ২য় গোমতী ব্রিজটির দৈর্ঘ ১৪১০ মিটার।
এর আগে গত মার্চ মাসে প্রধানমন্ত্রী ২য় কাচপুর সেতু উদ্ভোধন করেন। ফলে এখন থেকে রাজধানীর সাথে চাদপুর, কুমিল্লা, ফেনী ও বৃহত্তর চট্রগ্রামের চলাচল পথ সুগম হল। এর আগে কাচপুর, মেঘনা ও গোমতী সেতুর আশেপাশে দীর্ঘ যানজট লেগে থাকত। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী সাধারনকে যানজটের কারনে চরম ভোগান্তি পোহাতে হত। সাধারনত উক্ত সেতু গুলিতে যানজট না থাকলে যেখানে কুমিল্লা থেকে ঢাকায় আসতে ২.৫ ঘন্টা লাগার কথা সেখানে যানজটের কারনে ৬/৭ ঘন্টা লেগে যায়। এই সেতুর উদ্ভোধনের মধ্য দিয়ে যানবাহনসহ মানুষের চলাচলের ক্ষেত্রে এই দুর্ভোগ অনেকটা লাগব হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে পন্য পরিবহনের খরচও কমে যাবে যার ফলে দেশের অর্থনীতিতেও ব্যপক অবদান রাখবে এই সেতুগুলি। এই সেতুগুলির নির্মাণ কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পূর্ন করা হয়েছে। আসন্ন ঈদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলি কোন রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌছাতে পারবে বলে আশা করা যাচ্ছে।