চট্রগ্রামে ভাইকে বাঁচাতে গিয়ে প্রান গেল বোনের
বিডি খবর ৩৬৫ ডটকম
অনেকটা সিনেমার মতো, ভাইকে বাঁচতে গিয়ে প্রান গেল বোনের। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার সময় চট্রগ্রাম নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মদিনা মসজিদের পাশের একটি বাসায়। নিহত বুবলী আক্তার(২৮) বিবাহিত ও তার স্বামীর নাম আক্তার হোসেন। নিহত বুবলি কয়েকদিন আগে বাপের বাড়ির এই বাসায় বেড়াতে আসেন।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহ আলমের সাথে বুবলীর আত্নীয় হাসানের বিরোধ চলে আসছিল। রাতে শাহ আলম হাসানকে খোজতে বুবলিদের বাসায় আসে। এই সময় হাসানকে না পেয়ে শাহ আলম বুবলির ভাই রুবেলেরদিকে অস্ত্র তাক করে। এই সময় বুবলি রুবেলের সামনে গিয়ে দাড়ালে গুলি বুবলির বুকে লাগে। সাথে সাথে বুবলি মাটিতে লুটিয়ে পড়ে ও কিছুক্ষনের মধ্যই তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি তৎপরতা চলছে।