সংগীত শিল্পী সুবীর নন্দী মারা গেছেন
বিডি খবর ৩৬৫ ডটকম
গানের সাধক প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দী আর বেঁচে নেই। বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। সিঙ্গাপুরে সুবীর নন্দীকে ৪টি রিং পড়ানো হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি কিডনীর সমস্যায় ভুগছিলেন। তিনি নিয়মিত কিডনীর ডায়ালাইসিস করাতেন। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গত ১৪ই এপ্রিল সিলেট থেকে ট্রেনে করে ঢাকায় আসার পথে অঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমান বন্দর স্টেশন থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সিএমএইচে অবস্থার উন্নতি না হলে তাকে গত সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বোলেন্সে করে সিংগাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুরে তাকে ৪ট রিংও পড়ানো হয়েছিল। সেখানেও তার বেশ কয়েকবার হার্ট এটাক হয়। অবশেষে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।