মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সকলেই নিহত
বিডি খবর ৩৬৫ ডটকম
যুক্তরাষ্ট্রের লাসভেগাস থেকে মেক্সিকোতে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন আরোহীর সকলেই নিহত হয়েছে বলা সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। বিমানটিতে ১০ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিল এবং এটি একটি প্রাইভেট বিমান ছিল। ঝড়ের কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়। মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি শহরে বিমানটির বিভিন্ন খন্ডিত অংশ পাওয়া গেছে।
মেক্সিকোর রাষ্ট্রীয় বাহিনীর কর্মকর্তারা তল্লাশী চালিয়ে বিমানটির সন্ধান পায়। নিহত যাত্রীদের মধ্য ৬ জন মেয়ে ও ৭ জন ছেলে ছিল। এর বাইরে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।