আবারো জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন এরশাদ
বিডি খবর ৩৬৫ ডটকম
ভাল নেই সাবেক সেনা শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ। সাম্প্রতিক সময়ে নানা শারীরিক জটিলতায় তিনি ভারসাম্যহীন হয়ে পড়েছেন। গত রাতে তিনি বারিধারায় তার বাস ভবনে সাংবাদিকদের ডেকে জানিয়ে দিয়েছেন তার অবর্তমানে ভাই জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাজ করবেন। এই সময় জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরশাদ লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের শুনিয়েছেন। সাংবাদিক সম্মেলনে এরশাদ হুইল চেয়ারে বসে লিখিত বক্তব্য পাঠ করছিলেন। তার কথা কাছে থেকেও সাংবাদিকরা স্পষ্ট শুনতে পারছিলেন না। অনেক দিন ধরেই তিনি বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছেন। সেই জন্য শারীরিক অক্ষমতার কারনে তিনি দলের নানা কর্মসূচীতে যোগ দিতে পারছেন না। তার বর্তমান বয়স নব্বই এর ওপরে। প্রায়শই তিনি নানা রকম সিদ্ধান্ত দিয়ে আবার তা পরিবর্তন করেন। বর্তমানে এরশাদের কোন সিদ্ধান্তই টিকসই হয় না। তাই রাজনৈতিক মহল তার কোন সিদ্ধান্ত নেওয়ার পরই কখন আবার সিদ্ধান্ত পরিবর্তন হবে সেই অপেক্ষায় থাকেন।