এইডসের জীবানু ছড়ানোর অভিযোগে পাকিস্তানি চিকিৎসক গ্রেপ্তার
বিডি খবর ৩৬৫ ডটকম
এইডসের জীবানু ছড়ানোর অভিযোগে পাকিস্তানে এক ডাক্তারকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। কমপক্ষে ৯০ জন রোগীর শরীরে তিনি এই ভাইরাস ঢুকিয়ে দিয়েছেন এইচআইভি সংক্রমিত রোগীর সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে। অভিযুক্ত ডাক্তার মুজাফফর ঘাংরো নিজেও এইচআইভি সংক্রমিত। তিনি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানার একটি সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার।
পরীক্ষায় ৯০ জন রোগীর দেহে এইচআইভি পজেটিভ পাওয়া গেছে যার মধ্য ৬৫ জনই শিশু। স্বাস্থ্য বিভাগে এই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ডাক্তার মুজাফফর ঘাংরো নিজের এইচআইভি সম্পর্কে অবহিত ছিলেন না বলে জানিয়েছেন।