যে কারনে ফখরুল শপথ গ্রহন করেননি

বিডি খবর ৩৬৫ ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের নাটকীয়তা তৈরী হয়েছিল। তাতে বিএনপির অংশ নেওয়া ও না নেওয়া নিয়ে নানা ধরনের মতবাদ ছিল। এক পর্যায়ে দলটি নির্বাচনে অংশ গ্রহন করে ও মাত্র ৬টি আসনে জয়লাভ করে। বিএনপির এই সূচনীয় পরাজয়ে হতবাক হয়ে পড়ে বিএনপির তৃনমূল থেকে হাইকমান্ড পর্যন্ত। এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতা কর্মীরা ধারনা পায় যে, দলটি ও দলের শীর্ষ নেতৃত্ব কত অজনপ্রিয়। মনোবল ভেঙ্গে পড়ে দলটির তৃনমূল থেকে হাইকমান্ড পর্যন্ত। সেনা শাসনে তৈরী দলটির অবস্থা গনতান্ত্রিক বাংলাদেশে এমনটি হওয়াই স্বাভাবিক। মিথ্যা আর গুজব যে দলটির মূল ভিত্তি সেই দলটির অবস্থা গনতান্ত্রিক বাংলাদেশে এমনই হওয়ার কথা।

নির্বাচনের পর দীর্ঘদিন বিএনপির এমপিরা শপথ গ্রহন থেকে বিরত থেকেছেন । দলটির হাইকমান্ড বলেছিল, বিএনপির কোন সংসদ সদস্য শপথ গ্রহন করবে না। হাইকমান্ড থেকে হুশিয়ারী দেওয়া হয়েছিল বিএনপির যারা শপথ গ্রহন করবে তাদের দল থেকে বহিস্কার করা হবে ও তারা জাতীয় বেঈমান হিসাবে পরিচিত হবে। যা হউক অবশেষে বিএনপি এমপিরা শপথ নিয়ে শুভবুদ্দির পরিচয় দিয়েছেন।  কোন অবস্থাতেই বিএনপি এমপিদের শপথ গ্রহন থেকে বিরত রাখা যাচ্ছিল না। ফলে অনেকটা বাধ্য হয়েই তারেক জিয়া বিএনপি দলীয় এমপিদের শপথ গ্রহনের অনুমতি দেয়। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। ফলে বগুড়া থেকে নির্বাচিত তার এই আসনটি ইতিমধ্য শূন্য ঘোষনা করা হয়েছে।

কেনো ফখরুল শপথ গ্রহন করেননি তা নিয়ে দেশজুড়ে বিস্তর আলোচনা চলছে। বিএনপিতে এখন দুটি ধারা চলছে, একটি তারেক জিয়ার নেতৃত্বে আস্তাশীল গ্রুপ, এই গ্রুপকে কট্টরপন্থী গ্রুপও বলা হয়। আর আরেকটি গ্রুপে রয়েছেন খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী গ্রুপ। এই গ্রুপকে অনেকে বিএনপির প্রবীন নেতৃত্বের গ্রুপও বলে থাকে। সিনিয়র নেতারা রয়েছেন এই গ্রুপে। এই মুহূর্তে তারেক জিয়া চাচ্ছেন না ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহন করুক। তাই ফখরুল শপথ গ্রহন করেননি। কারন তারেক জিয়ার ধারনা মির্জা ফখরুল সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করলে জনাব ফখরুল দেশে বিদেশে অনেক জনপ্রিয় হয়ে যাবেন। ফখরুলের গুরুত্ব দলে অনেক বেড়ে যাবে, অপরদিকে তারেকের গুরুত্ব কমে যাবে। আর এই কারনেই অন্যরা শপথ নিলেও তারেক জিয়ার নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহন থেকে বিরত থাকতে বাধ্য হন।

 

 

Leave a Reply

Your email address will not be published.