ক্রমেই শক্তি বৃদ্ধি করে ধেয়ে আসছে ফনী, বন্দরে ৪ নম্বর সতর্কতা
বিডি খবর ৩৬৫ ডটকম
ব্যপক শক্তি সঞ্চয় করে সাইক্লোন ফনী ধেয়ে আসছে উপকুলের দিকে। এরই মাঝে হ্যারিকেনের রূপ নিয়েছে ঘূর্নিঝড় ফনী। এই ঝড় উড়িষ্যা ও পুরীতে ভয়স্কর রুপ নিয়ে আঘাত আনবে। উড়িষ্যা উপকুলে আঘাত আনার সময় এর গতিবেগ হবে ১৭৫ থেকে ২০৫ কিলোমিটার পর্যন্ত ঘন্টায়। এর প্রভাবে ইতিমধ্যই বাংলাদেশের ৪টি সমূদ্র বন্দরকে ৪ নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলেছ আবহাওয়া অফিস। এই ঝড়ের প্রভাবে সমূদ্রে এখন উত্তাল অবস্থা বিরাজ করছে।
ভারতের পুরী উপকুলে অবস্থিত সমূদ্র সৈকতে থাকা সকল হোটেল ও গেস্ট হাউজ থেকে সকল পর্যটককে বৃহস্পতিবারের মধ্য নিরাপদ দুরত্ব ও স্থানে সরে যেতে বলেছে উড়িষ্যার প্রশাসন । ফনী শুক্রবার বিকাল নাগাত উড়িষ্যা উপকুলে আঘাত করবে বলে ভারতের আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে। উড়িষ্যা ও পুরী উপকুল থেকে সকল মানুষকে নিরাপদ দুরত্বে সরে যেতে বলেছে স্থানীয় প্রশাসন। ঝড়ের পরেও আরো ১২ ঘন্টা এই ঘোষনা বলবৎ থাকবে। এই ঝড় উড়িষ্যা উপকুলে আঘাত আনার পর তা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে বাংলাদেশের উপকুলেও উত্তাল অবস্থা বিরাজ করবে। তবে এর গতিপথ কিছুটা পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশে সরাসরি আঘাতেরও সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঝড়টির আয়তন বাংলাদেশের আয়তনের চেয়ে বেশী। উপকুলে আঘাতের আগে পরে ব্যপক বৃষ্টিপাতও হবে।