আসছে ঘূর্ণিঝড় ফনী, বন্দরে সতর্কতা
বিডি খবর ৩৬৫ ডটকম
বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপটি ঘনীভূত হয়ে ঘূর্নিঝড়ে রূপ নিয়েছে। বাংলাদেশের পছন্দ অনুযায়ী এর নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় ফনী। এর প্রভাবে দক্ষিন বঙ্গোপসাগরে এখন উত্তাল অবস্থা বিরাজ করছে। এই ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে এখন চট্রগ্রাম বন্দর থেকে ১৯৩৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে। দেশের ৪টি সমূদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী সকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্য বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা ধমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।