পদ্মা সেতুর এখন ১৬৫০ মিটার দৃশ্যমান

বিডি খবর ৩৬৫ ডটকম
দুর্বার গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর ১৬৫০ মিটার। এর ফলে দৃশ্যমান হলো এই সেতুর এক চতুর্থাংশ। এরই মাঝে সেতুর ৭৫% ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। আজ বসানো হয়েছে জাজিরা অংশে ৩৩ ও ৩৫তম পিলারের মধ্য একটি স্প্যান। এ নিয়ে মোট ১১টি স্প্যান বসানো হল যার প্রতিটির দৈর্ঘ ১৫০ মিটার। মোট ৪৪টি স্প্যান বসানো হবে সেতুর মূল কাঠামোতে। এ বছরের মধ্যই বাকী স্প্যানগুলি বসানো হবে।
পদ্মা সেতু নির্মাণ কাজ বাধাগ্রস্থ করতে অনেক দেশী বিদেশী ষড়যন্ত্র হয়েছে। দুর্নীতির ভুয়া অভিযোগ তুলে রাজনৈতিক কারনে বিশ্বব্যাংক এই সেতু প্রকল্পে তাদের প্রতিশ্রুত অর্থায়ন বন্ধ করে দেয়। দুর্নীতির অভিযোগে কানাডায় মামলা হয়। পরে কানাডার আদালতের রায়ে বেড়িয়ে আসে এই সেতু প্রকল্পে কোন দূর্নীতি হয়নি। পরে বিশ্বব্যাংকে এই প্রকল্পে আবার অর্থায়নের অফার দেয় শেখ হাসিনার সরকারকে। হাসিনা সরকার প্রত্যাখ্যন করে বিশ্বব্যাংকের এই অফার। কিন্তু তার আগেই শেখ হাসিনার দৃড়তায় নিজস্ব অর্থায়নে এই সেতুর কাজ এগিয়ে চলে দেশীয় চেতনায় ও গতিতে। আর তাই সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল তারা যারপরনাই হতাশ।