প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে দল বেঁধে ধর্ষনের সময় ৫ যুবক গ্রেপ্তার

বিডি খবর ৩৬৫ ডটকম

মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রেমিককে আটকে রেখে কলেজ ছাত্রীকে দল বেঁধে ধর্ষনের সময় ৫ ধর্ষক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে ওই প্রেমিক যুগলকে উদ্ধার ও একই সাথে ৫ ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা -শিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের সুজন হোসেন (২৭), শিপন হোসেন (২৩), নাজমুল হোসেন (২২), ফজর আলী (২২) ও দিপু মিয়া (২২)।

তালেবপুর ইউনিয়নের ওই স্কুল ছাত্রীর স্বামী বিদেশে থাকে। এক কলেজ ছাত্রের সাথে তার পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার রাতে প্রেমিক তার প্রেমিকা ছাত্রীর সাথে দেখা করতে তালেবপুরে যান। এই সময় ৭ বখাটে প্রেমিককে আটক করে ইসলামপুরের একটি বাড়িতে বেঁধে রাখে ও প্রেমিকাকে ৭ বখাটে পালাক্রমে রাতভর ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ এসে ভোরে প্রেমিক যুগলকে উদ্ধার ও ৫ ধর্ষক যুবককে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *