নুসরাত হত্যার অন্যতম পরিকল্পনাকারী ইফতেখার উদ্দিন রানা গ্রেপ্তার
বিডি খবর ৩৬৫ ডটকম
ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামী ইফতেখার উদ্দিন রানাকে(২১) গ্রেপ্তার করেছে পিবিআই। রাঙ্গামাটি সদরের টিএনটি কলোনির একটি বাসা থেকে শনিবার ভোরে রানাকে গ্রেপ্তার করা হয়। নুসরাত হত্যা মামলার আসামীদের মধ্য রানার নাম ছিল না। তদন্তে তার নাম বেরিয়ে এসেছে।

ইফতেখার উদ্দিন রানা( ছবিঃ কালেক্টেড)
সোনাগাগী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষের সাথে জেলে যে কয়জন দেখা করেছিল তার মধ্য রানাও ছিল। মাদ্রাসার একটি রুমে নুসরাত হত্যার পরিকল্পনার সময় রানা উপস্থিত ছিল। নুসরাত হত্যাকান্ডের পর সে রাঙ্গামাটি চলে যায়। সে সোনাগাজী চরগনেশ এলাকার জামাল উদ্দিনের ছেলে। তাকে গ্রেপ্তার করে শনিবারই ফেনী নিয়ে আসা হয়েছে।