নওগাঁয় যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
বিডি খবর ৩৬৫ ডটকম
নওগাঁয় যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম বাবুল হোসেন মোল্লা ও সে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের চেরাগপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এক সন্তানের জনক বাবুল মোল্লা পেশায় বটবটি চালক। শনিবার ভোর সাড়ে ৪টার সময় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারী নির্যাতন মামলার আসামী পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামের মৃত আব্দুল জলিলের বিধবা স্ত্রী পারভীন বিবিকে (৪৫) ধরতে শুক্রবার রাত ১২টার দিকে অভিযান চালায় পুলিশ। এই সময় বাবুল মোল্লাও তার ঘরে ছিলেন। পুলিশ পারভীন ও বাবুল মোল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বাবুল মোল্লা অসুস্থ্য হয়ে পড়লে তাকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বাবুল মোল্লা চিকিৎসককে জানায় সে দুটি যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে পারভীনের ঘরে এসেছিল। কিন্তু কিছুক্ষন পরেই পুলিশ আসায় সে আর যৌন মিলন করতে পারেনি। চিকিৎসক সেই মোতাবেক বাবুল মোল্লার চিকিৎসা চালায়। কিন্তু কিছুক্ষন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে সে মারা যায়। পারভীন জানায় মোবাইল ফোনের সূত্র ধরে বাবুলের সাথে তার পরিচয়।