রাজধানীর মালিবাগ বাজারে আগুনে পুড়েছে ২৬৫টি দোকান

বিডি খবর ৩৬৫ ডটকম

আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে মালিবাগ বাজারটি। ছোট বড় সব মিলিয়ে ২৬৫টি দোকান ছিল এই বাজারটিতে। বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগে মার্কেটটিতে। আগুন লাগার ৩০ মিনেটের মধ্যই ফায়ার সার্ভিসের লোকজন চলে আসে মার্কেটের সামনে। কিন্তু ততক্ষনে মার্কেটির সিংহ ভাগই পুড়ে ছাই। মার্কেটের ব্যবসায়ীদের সাথে আলাপ করে ঠিক কি কারনে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি বেশ সন্দেহজনক।

মার্কেটটি একটি স্টীলের সেডের নীচে, তার চতুর্পাশে রয়েছে টিনের বেড়া। মার্কেটের উত্তর পাশে মদি, চাল ও অন্যান্য দোকান ছিল। আর দক্ষিন পাশে ছিল মাছের দোকান। আর পশ্চিম পাশে ফুটপাতে ছিল কাঁচাবাজার। বেশ কয়েকটি ফলের দোকানও ছিল উত্তর পাশে। সব মিলিয়ে মার্কেটটিতে ২৬৫টি দোকান ছিল।

সবগুলি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোজা সামনে রেখে মালের মজুত করছিল ব্যবসায়ীরা। আর এই সময়ে এই ভয়াবহ ক্ষতিতে মার্কেটের ব্যবসায়ীরা পথে বসে গেছেন। মার্কেটের পূর্ব পাশের রাস্তার পূর্বে একটি পাকা মার্কেটেরও কয়েকটি দোকান পুড়ে গেছে আগুনে। রাস্তার অপর পাশে থাকা এই মার্কেটটিতেও বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে যাওয়া রহস্যজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *