প্রধানমন্ত্রীর সাথে নুসরাতের পিতা-মাতার সাক্ষাৎ

বিডি খবর ৩৬৫ ডটকম
সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নিহত নুসরাতের পিতা-মাতাসহ দুই ভাই আজ প্রধানমন্ত্রীর সাথে গনভবনে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এই সময় নিহত নুসরাতের বাবা মাকে সান্তনা দেন ও বলেন এই হত্যাকান্ডে যারাই জড়িত তাদের কেহই আইনের হাত থেকে রেহাই পাবে না। নুসরাতের পিতা-মাতাও নুসরাতের ওপর সন্ত্রাসীদের আগুন হামলার পর প্রধানমন্ত্রী বিভিন্ন প্রদক্ষেপ নেওয়ার জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবিঃ কালেক্টেড
প্রধানমন্ত্রী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানকে এনআরবি গ্লোভাল ব্যাংকে ট্রেনী অফিসার হিসাবে চাকুরীর নিয়োগ পত্র প্রধান করেন। নোমানের স্নাতকের ফলাফল প্রকাশ হলে এনআরবি গ্লোভাল ব্যাংকের সোনাগাজী শাখায় অ্যাসিটেন্ট অফিসার হিসাবে যোগদান করতে পারবেন। প্রধানমন্ত্রী নুসরাতের অন্যায়ের প্রতিবাদের প্রশংসা করেন। নুসরাতের ওপর সোনাগাজী সিনিয়র দাখিল মাদ্রাসার অধ্যাক্ষ সিরাজ উদ দৌলার যৌন নিপীরনের পর নুসরাত সোনাগাজী থানায় অধ্যাক্ষের বিরুদ্ধে মামলা করেছিলেন। এই মামলায় সিরাজ উদ দৌলা জেলে যায়। এই সময় জেলখানায় সিরাজ উদ দৌলার ঘনিষ্ট সহচর একই মাদ্রাসার ছাত্র নুরুদ্দিন তার সাথে দেখা করে নুসরাতকে হত্যা পরিকল্পনা করে। এই পরিকল্পনার অংশ হিসাবে ৬ই এপ্রিল ফাজিল পরীক্ষা চলাকালীন নুসরাতকে কৌশলে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। এই সময় বুরকা পরিহিত চার জন নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে নুসরাতকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসলে ১০ই এপ্রিল তার মৃত্যু হয়। এই ঘটনায় সারাদেশে সকল শ্রেনীর মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃস্টি হয়। এই মামলার প্রধান আসামী সিরাজ উদ দৌলাসহ হত্যাকান্ডে জড়িত প্রায় সকল আসামীকেই পুলিশ গ্রেপ্তার করেছে।