জনপ্রিয় কন্ঠশিল্পী সুবীর নন্দী গুরুতর অসুস্থ্য হয়ে সিএমএইচে ভর্তি

বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলা গানের জনপ্রিয় কন্ঠশিল্পী সুবীর নন্দী সম্মিলিত হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাতে তিনি সিএমএইচে ভর্তি হন। সিলেট থেকে তিনি স্বপরিবারে ট্রেনে করে ঢাকায় আসছিলেন। ট্রেনেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। ফলে বিমান বন্দর স্টেশনে আসার পর অ্যাম্বুলেন্সে করে সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।
তার মেয়ে ফাল্গুনী নন্দী জানিয়েছেন, সুবীর নন্দীর অবস্থা এখন ভাল। দীর্ঘ ৪০ বছর যাবৎ তিনি বাংলাদেশ রেডিও ও টেলিভিশনে গান গেয়ে আসছেন। তিনি প্রায় আড়াই হাজার গানে কন্ঠ দিয়েছেন। তার গাওয়া আধুনিক গানগুলি শ্রুতাদের মুগ্ধ করেছে। তিনি দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক একুশে পদকে ভূষিত হয়েছেন।