ভাল নেই এরশাদ, মৃত্যু আতঙ্কে ভুগছেন
বিডি খবর ৩৬৫ ডটকম
সাবেক রাষ্ট্রপতি ও সেনা শাসক হোসাইন মোহাম্মদ এরশাদ ভাল নেই। অনেকদিন থেকে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকছে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি বেশ অসুস্থ্য হয়ে পড়েন। সে সময় তিনি বেশ কয়েকবার সিএমএইচে ভর্তি হন। এরশাদের ঘন ঘন সিএমএইচে আসা যাওয়া নিয়ে তখন নানা ধরনের গুঞ্জন শুনা যাচ্ছিল। এই কারনে তিনি নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহন করতে পারেন নি। এমন কি নির্বাচনের আগে তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। তারপর তিনি আর কখনোই পুরপুরি সুস্থ্য হয়ে উঠতে পারেন নি। ফলে নির্বাচনের আগে-পরে দলীয় কর্মকাণ্ডে তিনি প্রায় নিস্ক্রিয়ই আছেন।
তার সাথে বাসায় থাকেন ও তার ঘনিষ্টজনরা জানিয়েছেন সম্প্রতি তিনি প্রায়শই সিএমএইচে চিকিৎসা নিতে যান। তার শরীর বেশ দুর্বল ও কখনো প্রেসার বেড়ে যায়, আবার কখনো শরীরে রক্ত কমে যায় কিংবা অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় যখন তখন তিনি সিএমএইচে চিকিৎসা নিতে যান। এই সময় তিনি মনে করেন হয়ত আর বাঁচবেন না। তিনি এখন মৃত্যু ভয়ে কাতর, তাই সময়ে অসময়ে তিনি সিএমএইচে চলে যান। তবে রাতের বেলায় নাকি এরশাদের মৃত্যু ভয় বেড়ে যায়।