এফ আর টাওয়ারের অন্যতম মালিক বিএনপি নেতা তাসভীরুলের জামিন
বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের অন্যতম মালিক বিএনপি নেতা তাসভীরুল ইসলাম নিন্ম আদালত থেকে জামিন পেয়েছেন। আজ মূখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ১০ হাজার টাকা মুচলেকায় তাকে এই জামিন দেন। এফ আর টাওয়ারের আগুন লাগার মামলায় তিনি অন্যতম আসামী। তাসভীরুল ইসলাম কাশেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এক্সিকিউটিভ। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি।
এফ আর টাওয়ারে কাশেম গ্রুপের মালিকানায় রয়েছে ২১, ২২ ও ২৩ তলা। ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর জমির মালিক ইঞ্জিনিয়ার ফারুক ও রুপায়ন গ্রুপের যৌথ আবেদনে ১৮ তলা বিল্ডিংয়ের জন্য নকশা অনুমোদন দেয় রাজউক। পরবর্তী সময়ে ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় এলে ভবনটিকে ২৩ তলায় রুপান্তর করা হয়। ডেভেলপার কোম্পানী ভবনের ২০ ও ২১ তলা সাবেক সংসদ সদস্য মাইদুল ইসলামের কাছে বিক্রি করে। পরে মাইদুল ইসলামের কাছ থেকে উক্ত দুটি ফ্লোর বিএনপি নেতা তাসভীরুল কিনে নিয়ে তার ওপরে ২২ ও ২৩ তলা ফ্লোর দুটি অবৈধভাবে তৈরী করে।