সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইট চট্রগ্রামে অবতরন করেছে
বিডি খবর ৩৬৫ ডটকম
সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পথে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় বিমানের একটি ফ্লাইট চট্রগ্রামের শাহ আমানত বিমান বন্দরে জরুরী অবতরন করেছে। সিঙ্গাপুর থেকে ১০০ জন যাত্রী নিয়ে ময়ুরপঙ্খী নামের বোয়িং ৭৩৭ বিমানটি ঢাকায় আসছিল। পথিমধ্য বিমানটির একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট ইঞ্জিনটি বন্ধ করে দেয়।
বিমানটিকে নিকটস্থ বিমান বন্দরে অবতরনের নির্দেশ দিলে পাইলট শাহ আমানত বিমান বন্দরে জরুরি অবতরন করে বিকাল ৫টা ৪৪ মিনিটে। অবতরনের পর বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করে ত্রুটি সারিয়ে আবার উড়ানোর কথা রয়েছে। এই ঘটনায় যাত্রীরা সকলেই নিরাপদ আছে ও অন্য একটি আভ্যন্তরীন ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।