হাসির রাজা টেলি সামাদ আর নাই

বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা হাসির রাজা টেলি সামাদ আর নাই। শনিবার দুপুর ১টা ৩০মিঃ রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যগ করেন। তার প্রথম নামাজে জানাজা পশ্চিম রাজাবাজারের জামে মসজিদে অনুষ্টিত হবে মাগরিবের নামাজের পর। কাল সকাল ১১টায় এফডিসিতে তার ২য় নামাজে জানাজা অনুষ্টিত হবে। এফডিসিতে শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। সেখানে বাদ জোহর ৩য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধ্যক জনিত রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন হাসির রাজা টেলিসামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে তিনি অধ্যয়ন করেন। ছবি আঁকার পাশাপাশি অভিনয়ে নেশাও ছিল তার। ১৯৭৩ সালে তিনি চলচ্চিত্রে আসেন। তার অভিনীত প্রথম ছবি ‘কার বউ’ এ তিনি দর্শক মাতিয়েছেন। দীর্ঘ সাড়ে চার দশক চলচ্চিত্র জগতে ছিল টেলিসামাদের পদচারণা। তিনি প্রায় প্রায় ছয় শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘জিরো ডিগ্রি’ তার অভিনীত সর্বশেষ ছায়াছবি যা ২০১৫ সালে মুক্তি পায়। তার আসল নাম আবদুস সামাদ। প্রথমদিকে টেলিভিশনে অভিনয় করতেন তিনি। তাই চলচ্চিত্রে তার নাম হয়ে যায় টেলিসামাদ। আর এই নামেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *