সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ওবায়দুল কাদের

বিডি খবর ৩৬৫ ডটকম
দীর্ঘ এক মাস পর চিকিৎসা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাভেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ওবায়দুল কাদের। সিঙ্গাপুর সময় বিকালে ছাড়া পেয়ে তিনি হাসপাতাল থেকে কাছাকাছি একটি বাসায় উঠেছেন। তিনি এখন সুস্থ্য আছেন ও ফলো আপের জন্য আর কিছুদিন সিঙ্গাপুরে থাকবেন। তার সাথে তার সহধর্মিণীও রয়েছেন সেখানে। তিনি এখন হাটাচলা ও কথাবার্তা বলতে পারেন। তবে তিনি এখনো শারীরিকভাবে দুর্বল আছেন। ডাক্তারদের মতে তিনি এক মাসের মধ্যই সম্পূর্ণ সুস্থ্য হয়ে আগের মত দায়িত্ব পালন করতে পারবেন।
উল্লেখ্য গত ২রা মার্চ বহুবিধ সমস্যা নিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি হন। সেখানে তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। ডাক্তাররা তার একটি ব্লক অপসারন করতে সমর্থ হয়। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাভেথ হাওপাতালে নেওয়া হয়। সেখানে তার ওপেনহার্ট সার্জারি হয় ও এখন তিনি সুস্থ্য আছেন। এই হসপিটালে এক মাস চিকিৎসা সেবা নেওয়ার পর আজ তিনি হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন।