ভারত-পাকিস্তান সীমান্ত রক্ষীদের গুলি বিনিময়ে পাকিস্তানের ৩ সেনা নিহত
বিডি খবর ৩৬৫ ডটকম
ভারত-পাকিস্তান সীমান্তে ৩ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। এক জন ভারতীয় সেনাও আহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া সূত্রে জানা যায়। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভারতীয় সেনারা সীমান্তে টহলরত পাকিস্তানের সেনাদের ওপর আকস্মিকভাবে গুলি চালালে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই নিয়ে সীমান্তে আবার চরম উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনা নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে এক আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৩ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হওয়ার জেরে দেশ দুইটির মধ্যে চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। এমন কি এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশই একে অপরের ভূখন্ডে বিমান হামলা পর্যন্ত চালিয়েছে।