রাজউক কি ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে?

বিডি খবর ৩৬৫ ডটকম

বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকান্ডের পর রাজউক নতুন করে অভিযান শুরু করেছে। ১৫টি টিমে বিভক্ত হয়ে রাজউক এই অভিযান পরিচালনা করে যাচ্ছে ঢাকা শহরে। আজ রাজধানীর ফকিরাপুল, দৈনিক বাংলার সন্নিহিত স্থান সমূহে অভিযান পরিচালনা করতে দেখা যায়। তাদের সাথে রয়েছে কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা। তারা বহুতল ভবনের প্রবেশ পথ, সিড়ি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ভবনের নকশাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ক্ষতিয়ে দেখছে। অভিযানের উদেশ্য ভবন নির্মাণে কোন অনিয়ম হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

দুর্ভাগ্যের বিষয় যাদের কারনে বিল্ডিং নির্মাণে এই অনিয়মগুলি হয়েছে বা হয় তাদেরকেই এই অনিয়ম ক্ষতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্থ সরকারী ৩টি প্রতিষ্ঠানের মধ্য রাজউক অন্যতম। রাজউকের দুর্নীতি সর্বজন বিদিত। যেখানে প্রায় সকলেই দুর্নীতির সাথে জড়িত। দেশের আপামর জনসাধারনের কাছে রাজউক একটি দুর্নীতির আখড়া। এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের পর রাজউকের এমন ভাব যে এসব দুর্নীতির কিছুই জানে না রাজউক। কিন্তু দেশের মানুষ জানে ও বিশ্বাস করে এসব দুর্নীতির হুতা রাজউকই।

এফ আর টাওয়ার ১৮ তলার অনুমোদন নিয়ে কিভাবে ২৩ তলা হল তার জবাব রাজউকই দিতে পারবে। এই সব অনিয়মের দেখভাল রাজউকেরই করার কথা। আর রাজউককে পাশ কাটিয়ে এই সব অনিয়ম করা একেবারেই অসম্ভব। মোটা অংকের উৎকোচ গ্রহনের মাধ্যমে রাজউক এই সব অনিয়মে সহযোগিতা করে যায়। রাজউকের প্রতি কর্মকর্তারই ঢাকা শহরে একাধিক বাড়ি, গাড়ি, জমি ও ফ্লাট রয়েছে। আর নামে বেনামে রয়েছে মোটা অংকের অর্থ। তাই সর্বাগ্রে রাজউকের কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও এর মাধ্যমে উপার্জিত অবৈধ সম্পদের অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা অত্যাবশ্যক। তা না হলে রাজধানীতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ বন্ধ হবে না। আর এর ফলে যে দুর্ঘটনা ঘটে তাও কমবে না।

এফ আর টাওয়ারে আগুন লাগার পর রাজউক অভিযানে নেমেছে। এই অভিযানের মাধ্যমে তারা বিভিন্ন ভবন মালিককে নোটিশ পাঠাবে অবৈধ অংশ কিংবা পুরা বিল্ডিং ভেঙ্গে ফেলার জন্য। ভবন মালিকরা তাতে চাপে পড়ে আবার রাজউকেরই শরণাপন্ন হবে। এর ফলে রাজউকের কর্মকর্তা ও কর্মচারীরা আরো অধিক পরিমান অবৈধ উপার্জনের সুযোগ পেল। সরকারের উচিৎ উপযুক্ত কর্তৃপক্ষকে এসব অনিয়ম তদারকির দায়িত্ব দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *