ঢাকায় কাল বৈশাখী ঝড়ে ৬ জন নিহত

বিডি খবর ৩৬৫ ডটকম

ঢাকায় বৈশাখ না আসতেই কাল বৈশাখী বয়ে গেল। রবিবার সন্ধ্যায় আকাশ কালো করে ভারি বর্ষণের সাথে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে রাজধানীর ওপর দিয়ে। এই ঝড়ে রাজধানীর বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের সময় বজ্রসহ বৃষ্টি হয়।

ঝড়ের সময় সংসদ ভবনের পাশে গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়। এই নারী পাশ্ববর্তী মনিপুরী  পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। পুরানা পল্টন মোড়ে ওপর থেকে ইট পড়ে এক চায়ের দোকানী মারা যায়। তবে কোন ভবন থেকে ইট পড়েছে তা নিরুপন করা যায়নি। ঝড়ের সময় রাজধানীতে কমপক্ষে ২৫টি গাছ ভেঙ্গে পড়েছে। প্রাইভেট কার ও সিএনজির ওপরও গাছ ভেঙ্গে পড়েছে। তাতে এক ড্রাইভার আহত হয়েছে। ঝড়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিতে এক মা ও তার সন্তান নিহত হয়েছে। রাস্তায় গাছ পড়ে থাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাতে অফিস ছুটির পর মানুষ চরম অসুবিধায় পড়ে।

Leave a Reply

Your email address will not be published.