বনানীর পর এবার গুলশান ১ নাম্বারে কাঁচাবাজারে আগুনে ১৬৯টি দোকান পুড়ে গেছে

বিডি খবর ৩৬৫৫ ডটকম

বনানীর এফ আর টাওয়ারের আগুনের রেশ না কাটতেই এবার গুলশান ১ নাম্বারে কাঁচা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৬৯টি দোকানের সবকটি। ভোর ৬টার দিকে লাগা এই আগুনে প্রানহানি না ঘটলেও মালামালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

ভোর থেকেই কাঁচা মালের ব্যবসায়ীরা তাদের দোকানগুলিতে কাঁচা মাল সাজানোর কাজে ব্যস্ত ছিল। এই সময় একটি পানের দোকানে বিকট শব্দ হলে আগুন ধরে যায় বলে মার্কেটের এক প্রহরী জানিয়েছে। এই সময় অন্য প্রহরী মার্কেটের মেইনসুইচ বন্ধ করে ডেসকো ও ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু এরই মাঝে আগুন প্রায় মার্কেটের সব দোকানে ছড়িয়ে পড়ে। অবশেষে সবগুলি দোকানই পুড়ে যায়। মালামালগুলি পুড়ে ছাই হয়ে যায়। এরই মধ্য আগুন পাশের ডিএনসিসির পাঁচতলা মার্কেটেও ছড়িয়ে পড়ে। ফলে এই মার্কেটেরও কয়েকটি দোকান পুড়ে যায়। কাঁচা বাজারের পশ্চিম পাশের দুতলা মার্কেটও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার সাথে সাথেই কিভাবে এত দ্রুত সবগুলি দোকানে ছড়িয়ে পড়ল তা নিয়ে নানা রকমের সন্দেহ দানা বাঁধছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *