এফ আর টাওয়ারে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৫, ২৪ জনের লাশ হস্তান্তর

বিডি খবর ৩৬৫ ডটকম

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুনে মৃতের সংখ্যা বেড় ২৫। এর মধ্য ২৪ জনের লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। ৬৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বিভিন্ন উদ্ধারকারী দল। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে এখনো নিখোঁজ আছেন।

বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আর্তাতুক এ্যাভিনিউতে অবস্থিত এফ আর টাওয়ারের ৯ তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে নিমিশেই এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের অন্যান্য তলায়। আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু পানির অভাব ও একটি এয়ার লিফট  বিকল থাকার কারনে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে তেমন কোন ভুমিকা রাখতে পারছিল না।

পরে অন্য এয়ার লিফটটি সচল হলে ও পানি এসে গেলে আগুন নিভানোর অভিযান চলে। কিন্তু ততক্ষনে আগুন ব্যপক বিস্তার লাফ করে। এই সময় আতংস্কিত হয়ে অনেকে জানালা দিয়ে লাফ দিয়ে নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। অনেকে বিদ্যুতের তার কিংবা রশি দিয়ে ১৫/১৬ তলা থেকে নীচে নেমে আসে। এই সময় বেশ কয়েকজনকে ফসকে নীচে পড়ে যেতে দেখা গেছে। প্রায় ৫ ঘন্টার চেষ্টায় সেনা, নৌ, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রানপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্য ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটির বিভিন্ন তলায় অবস্থান নিয়ে আটকে পড়া, আহত ও নিহতদের উদ্ধার করে এয়ার লিফটের মাধ্যমে নীচে নামিয়ে আনে। নীচে অপেক্ষমান বিভিন্ন হাসপাতালের প্রায় শতাধিক অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত ও নিহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। রাতভর ভবনটিতে উদ্ধার অভিযান চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *