এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচতে অনেকে বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়ে

বিডি খবর ৩৬৫ ডটকম

বনানীর কামাল আর্তাতুক এ্যাভিনিউর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ১৯ জনের প্রানহানির খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় শতাধিক। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে আপ্রান চেষ্টা চালায়। কিন্ত কিছুটেই যেন আগুন নিয়ন্ত্রনে আসছিল না।

এই ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল, কুর্মিটুলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ভবনে আটকে পড়াদের উদ্ধারে বিমান বাহিনীর হেলিকপ্টারও উদ্ধার কাজে অংশ নেয়। বেলা বারটায় এফআর টাওয়ারের ৭ তলায় আগুনের সূত্রপাত হয়। কিন্তু ঠিক কি কারনে আগুন লেগেছে তা এখনো নিরুপন করা যায়নি। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর বেশ  কয়েকটি সুউচ্চ এয়ার লিফট ব্যবহার করা হয়। ভবনের বিভিন্ন তলা থেকে বেশ কয়েকজন লাফিয়ে পড়ে হতাহত হয়।

আতংকের কারনেই বেশী প্রান হানি ঘটেছে। ২২ তলা এফআর টাওয়ারের ১৪/১৫ তলা থেকে অনেককে রশি, বিদ্যুতের তার কিংবা ডিসের তারের মাধ্যমে নীচে নামতে দেখা গেছে। এই সময় ৩ জন বিভিন্ন তলা থেকে পড়ে যেয়ে আহত ও নিহত হয়। সন্ধ্যা ৬টার পরও হতাহতদের উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছিল। ধারনা করা হচ্ছে ভবনের ভিতরে একাধিক হতাহত রয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরো অনেক বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

এফআর টাওয়ারে আগুন

Posted by বিডি খবর তিনশতপয়ষটি ডটকম on Thursday, March 28, 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *