রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

বিডি খবর ৩৬৫ ডটকম

নরসিংদীর রায়পুরা থানার মির্জাচরে আধিপত্য নিয়ে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। মির্জাচর ইউনিয়নের বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্য এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ২ জন ফারুকের সমর্থক মির্জারচর ইউনিয়নের বালুচর গ্রামের আরফান মিয়ার ছেলে ইকবাল (২৮) ও মির্জারচর মধ্যপাড়ার রবি মিয়ার ছেলে আমান উল্লাহ (২৪) ।

সংগৃহীত

স্থানীয় সূত্র থেকে জানা যায়, মির্জারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সঙ্গে ও পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলাও চালিয়ে আসছিল। আজ মঙ্গলবার ভোরে ফারুকের সমর্থকরা মানিকের বাড়িতে হানা দিয়ে ভাংচুর চালালে উভয় পক্ষের মধ্য সংঘর্ষ বেঁধে যায়। এই সময় গুলিবিদ্ধ হয়ে ২ জন মারা যায়। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের বেশ কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের মধ্য উত্তেজনা বিরাজ করায় বিবদমান এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য মানিক ও ফারুক উভয়েই আওয়ামীলীগের রাজনীতি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *