ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টার মধ্যই পূর্ব লন্ডনে ঘটেছে আরেকটি নেক্কারজনক ঘটনা
বিডি খবর ৩৬৫ ডটকম
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্সের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা ও বহু মানুষকে আহত করার ঘটনার কয়েক ঘন্টার মধ্যই পূর্ব লন্ডনের একটি মসজিদের সামনে ৩ জন স্বেতাঙ্গ যুবক এক মুসলিম যুবকের ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে।
কয়েকজন স্বেতাঙ্গ যুবক জুমার নামাজের সময় মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় মুসল্লীদের উদেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করে। এই সময় ওই যুবকত্রয় মসজিদের সামনে এক মুসলমান যুবককের ওপর হামলা চালায়। তাতে তার মাথা ফেটে যায়। হামলার পর লোকজন এগিয়ে এলে ওই যুবকেরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। লন্ডন পুলিশ এই ঘটনার তদন্ত করছে।