নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্সে মসজিদে জঙ্গি হামলায় নিহত ২৭ জন, অক্ষত আছেন তামিমরা
বিডি খবর ৩৬৫ ডটকম
নিউজিল্যান্ডে দুটি মসজিদে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। এই হামলায় ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক হামলাকারীকে পুলিশ ধরতে পেরেছে। সে অস্ট্রেলিয়ার নাগরিক ও অভিবাসন বিরোধী বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। এই হামলা থেকে তামিম ইকবালসহ বাংলাদেশী সকল ক্রিকেটাররা নিরাপদে আছেন বলে খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন।
আজ ক্রাইস্টচার্সে আল নুর মসজিদে প্রায় ৩ শতাধিক মুসল্লী জুমার নামাজ আদায়ের জন্য জমায়েত হয়েছিল। খুৎবা চলাকালীন সময়ে এক অস্রধারী প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়। এতে ২৭ জন মুসল্লী নিহত হয়। এই সময় মুসল্লীরা প্রানভয়ে ছুটাছুটি করে। এই মসজিদেই নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা জুমার নামাজ আদায়ের কথা ছিল। হামলার পর ক্রিকেট দলের সদস্যরা হোটেলে ফিরে গেছেন। অপরদিকে আল নুর মসজিদ থেকে ৩ কিলোমিটার দূরে আরেকটি মসজিদেও হামলা চালানো হয়। হামলার পর তল্লাসীর সময় একটি গাড়িতে বোমা পাওয়া যায়। হতাহতদের হাসপাতালে নিলে সেখানেও গুলাগুলি হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের একজন অস্ট্রেলিয়ার নাগরিক ও সে অভিবাসন বিরোধী বলে জানিয়েছে পুলিশ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এই ঘটনাকে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে এর তীব্র নিন্দা জানিয়েছে। ক্রাইস্টচার্সে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে।