ঢাকা-কলকাতা লঞ্চ চলাচল শুরু হবে ২৯শে মার্চ থেকে
বিডি খবর ৩৬৫ ডটকম
আগামী ২৯শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা-কলকাতা লঞ্চ সার্ভিস। ঢাকার পাগলার বিআইডব্লিওটি এর ঘাট থেকে এই সার্ভিস শুরু হবার কথা রয়েছে। শুরুতে এমভি মধুমতি নামের মাঝারি আকারের একটি লঞ্চ ২৯শে মার্চ ঢাকার পাগলা থেকে রাতে যাত্রা শুরু করে সকালে বরিশাল পৌছাবে। ৩০শে মার্চ সকালে বরিশাল পৌছে ৩ ঘন্টা যাত্রা বিরতি দিয়ে আবার যাত্রা শুরু করবে লঞ্চটি। এর পর আংটিহারায় ইমিগ্রেশন শেষ করে একইদিনে হলদিয়া বন্দরে পৌছাবে। লঞ্চটি ১লা এপ্রিল কলকাতায় পৌছার কথা রয়েছে।
লঞ্চটিতে চড়ে কলকাতায় পৌছতে সর্বনিন্ম ভাড়া হবে ১৫শ টাকা। ফ্যামিলি স্যুটের ভাড়া ১৫ হাজার টাকা, দুইজনের ডিলাক্স কেবিনের ভাড়া ১০ হাজার টাকা, প্রথম শ্রেনীর সিটের ভাড়া ৫ হাজার টাকা ও চেয়ার ২ হাজার টাকা। আর জাহাজটির পরিচালনায় থাকবেন ১ জন পাইলট, ৩০ জন নাবিক ও ১০ জন কেটারার। এই লঞ্চ সার্ভিসটি চালু হলে ঢাকা-কলকাতা যোগাযোগের ক্ষেত্রে নয়াদিগন্ত উন্মোচিত হবে।