৪ উইকেট হারিয়ে ২য় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৭৪
বিডি খবর ৩৬৫ ডটকম
নিউজিল্যান্ডের ১ম ইনিংসের ৭১৫/৬(ডিঃ) জবাবে বাংলাদেশ ২য় ইনিংসে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। নিউজিল্যান্ডের বিশাল রান তারা করতে নেমে ২য় ইনিংসে বাংলাদেশের শুরুটা ভালই হয়েছিল। ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম ৮৮ রানের জুটি গড়েন।
ব্যক্তিগত ৩৭ রানে সাদমান ওয়াগনারের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। এর পর মমিনুল আউট হন দলীয় ১০০ রানে ও ব্যক্তিগত ৮ রানে। তারপর শূন্য রানে আউট হন মোঃ মিঠুন। আর দলীয় ১২৬ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে আউট হন তামিম ইকবাল। মাহমুদুল্লাহ ১৫ ও সৌম্য সরকার ৩৯ রানে অপরাজিত থেকে ৩য় দিন শেষ করেন। ইনিংস হার এরাতে বাংলাদেশের এখনো আরও ৩০৭ রান দরকার আর হাতে আছে ৬ উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে উইলিয়ামসন ২০০ এবং লাথাম ও রাভাল যথাক্রমে ১৬১ ও ১৩২ রান করেন।
স্কোরঃ বাংলাদেশ ২৩৪ ও ১৭৪/৪
নিউজিল্যান্ড ১ম ইনিংস ৭১৫/৬ (ডিঃ)