চাকা ফেটে যাওয়ায় বিমানের একটি ফ্লাইটের শাহজালালে জরুরী অবতরন

বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ বিমানের একটি আভ্যন্তরীন ফ্লাইটের চাকা ফেটে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরী অবতরন করেছে। সিলেট থেকে বিমানের ৪০২ ফ্লাইটটি ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানের একটি চাকা ফেটে যায়। বিমানটি সিলেট থেকে বেলা ৩টায় উড্ডয়ন করে।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর বিমানটিকে জরুরী অবতরনের ব্যবস্থা করতে দেরী হওয়ায় বিমানটি বেশ কয়েকবার আকাশে চক্কর দিয়ে অবশেষে বিকাল চারটায় নিরাপদে অবতরন করে। তবে যাত্রীরা সকলেই অক্ষত আছে। এ  ধরনের ঘটনা বিমানে নতুন কিছু নয় এবং এই অবস্থায় করনীয় সম্পর্কে পাইলটদের যথাযথ প্রশিক্ষন থাকে। তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে কেন চাকা ফাটলো তা তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *