চক বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন হিরু আলম

বিডি খবর ৩৬৫ ডটকম

অনেকের মত বসে নেই হিরু আলমও। চকবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন হিরু আলম। তিনি শুক্রবার এই অগ্নিকান্ডে নিহত ও আহতদের স্বজনদের সাথে কথা বলেছেন। ঢাকা মেডিকেল কলেজে নিহত ও আহতদের স্বজনদের সাথে তিনি একান্তে কথা বলেছেন। তাদেরকে তিনি অভয় ও শান্তনা বানী শুনিয়েছেন। স্বজনদের উদ্দেশ্যে হিরু আলম বলেন, আপনারা হতাশ হবেন না, আপনারা ভয় পাবেন না, আপনারা একা নন। আল্লাহ আপনাদের সাথে আছেন।

হিরু আলম বলেন, এমপি হতে পারিনি তাতে কি হয়েছে? তাই বলে কি মানুষের সেবা করতে পারবো না? আমি রাজনীতি করি মানুষের জন্য, সব সময়  আমি মানুষের পাশে থাকবো। তিনি বলেন, এদেশে ধনী মানুষের সংখ্যা নেহায়েত কম না। সকলে এগিয়ে আসলে এই আগুনে পুড়া মানুষগুলির ভাল চিকিৎসা হবে। তিনি রোগীর স্বজনদের নিজ হাতে তার মোবাইল নাম্বার লিখে দেন।

Leave a Reply

Your email address will not be published.