আবারও ভুল পথে মির্জা ফখরুল

বিডি খবর ৩৬৫ ডটকম

আবারও ভুল পথে বিএনপি, অপ্রত্যাশিত বক্তব্য আসছে বিএনপির পক্ষ থেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিতর্কের জন্ম দিয়েছেন। যা এই সময়ে মানুষ আশা ও গ্রহন করে না। চকবাজারে ভয়াবহ আগুনে ব্যপক হতাহতের খবরে বিএনপি মহাসচিব এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সরকারের উদাসীনতায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এমনভাবে তিনি প্রতিক্রিয়া দিলেন যেন এককভাবে সরকারই দায়ী এই দুর্ঘটনার পিছনে।

চকবাজারের আগুন রাজনৈতিক কোন বিষয় নয়। এটা একটি স্থানীয় ও জাতীয় ইস্যু। এই ঘটনায় হতাহতের জন্য নাগরিক হিসাবে আমরা সকলেই দায়ী। কেন আমরা পুরাতন ঢাকার এই সমস্ত অলিগলিকে নিরাপদ থাকার উপযোগী করতে পারলাম না কিংবা রাখলাম না। এই ঘটনায় সেখানে থাকা ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা কিংবা জনগন সকলেই দায়ী। নিমতলীর ট্রাজেডীর ৯ বছর পরেও কেন শিক্ষা নিলাম না, কেন আমরা সেখানে নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ করলাম, আবার কেন ব্যবসায়ীরা সেখানে কেমিকেলের গোডাউন গড়ে তুলেছে। সরকার কেন পুরাতন ঢাকাকে নিরাপদ রাখতে কার্যকর ভুমিকা রাখতে ব্যর্থ হল-এসবই দায়ী।

যারা রাজনীতি করেন বিশেষ করে আওয়ামীলীগ ও বিএনপি এই ব্যপারে কি ভুমিকা রেখেছে, তারা কয়টি মিটিং কিংবা মানব বন্ধন করেছে পুরাতন ঢাকা থেকে কেমিকেল বোম্ব সরাতে? তাই বিএনপির উচিত ছিল সরকারকে দোষারোপ না করে এই সমস্যা সমাধানে সরকারের ওপর চাপ প্রয়োগ করা যাতে করে সরকার পুরাতন ঢাকাকে দ্রুত নিরাপদ করতে সমর্থ হয়। মানুষ আসলে এমন বক্তব্যই আশা করে এমন নন পলিটিক্যাল বিষয়ে। তবে সরকারকেই এই ব্যপারে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *