৪০টি লাশ সনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তর

বিডি খবর ৩৬৫ ডটকম

চকবাজারে অগ্নিকান্ডে হতাহতদের উদ্ধার কাজ শেষ ঘোষনা করেছে ফায়ার সার্ভিস। আজ দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ঘোষনা দেওয়া হয়। নিহতের সংখ্যা বেড়ে ৮৫ হতে পারে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এর আগে ৭০ জনের লাশ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্য অনেকের শ্বাসনালী পুড়ে গেছে, অনেকের অবস্থা বেশ আশংস্কাজনক।

ইতিমধ্য ৪০টি লাশ সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, বিরোধী দলীয় নেতাসহ অনেকে শোক জানিয়েছেন। শ্রমমন্ত্রী নিহতদের জন্য ১ লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরন ঘোষনা করেছেন। লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সাহায্য দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষনা দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৩ সদস্য ও শিল্প মন্ত্রনালয়ের পক্ষ থেকে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অবশিষ্ট লাশগুলি সনাক্তের জন্য স্বজনরা অপেক্ষা করছেন ঢাকা মেডিকেলের সামনে। যে লাশগুলি সনাক্ত করা যাবে না সেগুলি ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *