পদ্মা সেতুর এখন ১২শ মিটার দৃশ্যমান
বিডি খবর ৩৬৫ ডটকম
দূর্বার গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর ১২শ মিটার। দুপুর ১২টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সেতুর ৮ম স্পেনটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর ১২শ মিটার। প্রতিটি স্পেনের দৈর্ঘ ১৫০ মিটার। ইতিপূর্বে ৭টি স্পেন বসানো হয়েছিল। এর মধ্য মাওয়া প্রান্তে একটি স্পেন বসানো হয়েছিল। বাকি ৭টি স্পেনই জাজিরা প্রান্তে বসানো হয়েছে। ফলে জাজিরা অংশে সেতুর ১০৫০ মিটার এখন দৃশ্যমান। অপরদিকে মাওয়া প্রান্তে ১৫০ মিটার দৃশ্যমান।
এই সেতু নির্মাণ নিয়ে দেশী বিদেশী অনেক ষড়যন্ত্র হয়েছে। এক পর্যায়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। আর এই ষড়যন্ত্রে আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরাও ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক পর্যায়ে সিদ্ধান্ত নেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হবে। তখন শেখ হাসিনার এই ঘোষনাকে অনেকে অবাস্তব বলে সমালোচনা করেছেন। আর সব বাধাবিপত্তি অতিক্রম করে পদ্মা সেতু আজ মাথা উচু করে দাড়াচ্ছে। অচিরেই পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হবে হবে বলে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে আমুল পরিবর্তন আসবে।