জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
বিডি খবর ৩৬৫ ডটকম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কমিটি বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের ঘোষনা দেওয়া হয়। এর আগে ৩রা ফেব্রুয়ারী দুই গ্রুপের মধ্য মারামারির পর উক্ত শাখার কমিটি স্থগিত ঘোষনা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার আবার সভাপতি ও সাধারন সম্পাদক সমর্থিত গ্রুপ ও পদ বঞ্চিত গ্রুপের সদস্যদের মধ্য সংঘর্ষ বাধে। এই সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। প্রায় ২ ঘন্টা ব্যপী এই সংঘর্ষ চলে। এর পরিপেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বাতিল করা হয়েছে। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষনাও দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে।