আধুনিক বাংলা সাহিত্যের গুনী কবি আল মাহমুদের জীবনী

বিডি খবর ৩৬৫ ডটকম
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে ১৯৩৬ সালের ১১ই জুলাই জন্ম গ্রহন করেন। তার আসল নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে সোনালী কাবিন, লোক লোকান্তর ও কালের কলস অন্যতম। আল মাহমুদ ডাহুকী, কবি ও কোলাহর, নিশিন্দা নারী উপন্যাসেরও রচিয়তা। তার অনেকগুলি গল্পগ্রন্থ রয়েছে। তার মধ্য অন্যতম পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত ও গন্ধবণিক।
সাহিত্যে অবদাবের জন্য কবি আল মাহমুদ ১৯৬৮ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। এছাড়া একুশে পদক ও জয়বাংলা সাহিত্য পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। কবি আল মাহমুদ অনেকগুলি সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। পাকিস্তান আমলে তিনি দৈনিক ইত্তেফাকের মফস্বল বিভাগের প্রধান ছিলেন। স্বাধীনতার পর দৈনিক গনকন্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। কিছুকাল তিনি বাংলা একাডেমীর পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
অনেকদিন যাবৎ তিনি বার্ধক্যসহ নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে গত শনিবার তাকে ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে প্রথমে সিসিইউতে রাখা হয়। পরে শারিরীক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় শুক্রবার রাত ১০টায়। রাত ১১টা ৫ মিনিটে (১৫.০২.২০১৯) তিনি শেষ নিঃশ্বাস ত্যগ করেন। সেই সাথে তিনি সাহিত্য অঙ্গন থেকে চির বিদায় নিলেন। তার মৃত্যুতে দেশ এক প্রথিতযশা কবিকে হারাল।