৯ বছর পর ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দীর্ঘ ৯ বছর পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সর্বশেষ এই সংগঠনটি ২০১০ সালের জানুয়ারী মাসে ঢাবিতে মিছিল করেছিল। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল এই মিছিলের আয়োজন করে।
এর আগে ছাত্রদলের নেতাকর্মীরা নানা ধরনের অভিযোগ নিয়ে ঢাবি ভিসির কাছে স্বারক লিপি প্রধান করে। স্বারক লিপিতে তারা ঢাকসু নির্বাচনে বয়স সীমা ৩০ শিথিল, নির্বাচন পরিচালনা কমিটি ভেঙ্গে নিরপেক্ষ শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন, হলের বাহিরে ভোট কেন্দ্র করা ও ঢাকসু প্রেসিডেন্ট ও ভিপির মধ্য ক্ষমতার ভারসাম্য আনায়নসহ বিভিন্ন দাবি দাওয়া পেস করে। স্বারক লিপি প্রদান শেষে তারা মিছিল করে। মিছিলটি ভিসি বাস ভবনের সামনে দিয়ে টিএসসি হয়ে শাহবাগের দিকে চলে যায়। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিল।