সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর চিকিৎসার্থে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর সচিবালয়ে প্রধানমন্ত্রী আলাউদ্দিন আলীর স্ত্রী ও মেয়ের কাছে এই অর্থ প্রদান করেন। এ ছাড়াও আরো বেশ কয়েকজন শিল্পী ও নাগরিককে প্রধানমন্ত্রী আজ অর্থ সহায়তা প্রদান করেন।
আলাউদ্দিন আলী গত ২২শে জানুয়ারী থেকে নানা রকমের শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি হন। তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। স্বাস্থ্যের অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গুনী এই শিল্পী ৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সিগঞ্জে জন্ম গ্রহন করেন। তিনি ৩ শতাধিক চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন। সারাদেশের মানুষের কাছে তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসাবে সুপরিচিত। উল্লেখ্য তিনি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের শীর্ষ স্থানীয় নেতা।